নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে: বুলবুল

গণসংযোগে মোসাদ্দেক হোসেন বুলবুল (ছবি- প্রতিনিধি)

নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেছেন, ‘ধানের শীষের প্রচারণায় প্রতিনিয়ত বাধা দিচ্ছে আওয়ামী লীগ। এসব নির্বাচন কমিশনকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে।’

শনিবার (১৪ জুলাই) বিকালে ২৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব অভিযোগ করেন। এদিন সকাল ৮টায় ২৮ নম্বর ওয়ার্ড থেকে তিনি গণসংযোগ শুরু করেন।

গণসংযোগকালে নগরবাসীকে উদ্দেশ করে মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘বিভিন্ন ওয়ার্ডে আমাদের সাঁটানো পোস্টার, ব্যানার ও ফেস্টুন সরকার দলীয় প্রার্থীর সন্ত্রাসীরা ছিঁড়ে ফেলে দিচ্ছে। পুলিশ কোনও মামলা ছাড়াই আমাদের নেতাকর্মীদের আটক করছে; পরে জটিল মামলা দিয়ে তাদের কারাগারে পাঠাচ্ছে। রাতের অন্ধকারে নেতাকর্মীদের বাসাবাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া, আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করছে।’

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন– বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু, পুঠিয়া দুর্গাপুরের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাদিম মোস্তাফা, বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ।

বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, ‘দলীয় প্রার্থীর নিশ্চিত পরাজয় জেনে সরকার এখন বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতার ও ভয় দেখিয়ে এলাকা থেকে বিতাড়িত শুরু করেছে। নেতাকর্মীদের মাঠে প্রচারণা চালাতে বাধা দেওয়া হচ্ছে। এই অবস্থা কোনোভাবেই কাম্য নয়। রাজশাহী শান্তির শহর। কিন্তু সরকার দলীয় মেয়রপ্রার্থীর সমর্থক ও সন্ত্রাসীরা এ শহরে অশান্ত পরিবেশ তৈরি করেছে।’