২০ কেজি করে দেওয়া হবে ভিজিএফের চাল: ত্রাণমন্ত্রী

কুড়িগ্রাম১০ কেজির পরিবর্তে ভিজিএফের চাল ২০ কেজি করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সোমবার (১৬ জুলাই) রাতে কুড়িগ্রামে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।

কুড়িগ্রাম জেলার দুর্যোগ মোকাবেলায় ২০০ মেট্রিক টন চাল, ৫০০ বান্ডেল ঢেউটিন, ১৫ লাখ টাকা, ৩ হাজার প্যাকেট শুকনো খাবার ও নৌকা তৈরির জন্য ৯ লাখ টাকা বরাদ্দ দেওয়ার কথা জানান ত্রাণমন্ত্রী।

মন্ত্রী বন্যা ও দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল।