রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানোর অপেক্ষায় থাকা বাকৃবির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে আগুন

বাকৃবির মঞ্চে আগুন

আগুনে পুড়ে গেছে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মঞ্চ। রবিবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্টপতি মো. আব্দুল হামিদ উপস্থিত থাকার কথা ছিল। শনিবার রাত পৌনে ১২টায় এই আগুনের সূত্রপাত।

প্রায় ১ ঘন্টার চেষ্টায় পৌনে ১টার দিকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। 

প্রত্যক্ষদর্শী বাকৃবির শিক্ষার্থী সৌরব দাস জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের পাশের মাঠে মঞ্চ তৈরির কাজ চলছিল। রাত পৌনে ১২টার দিকে মঞ্চের এক পাশে আগুন দেখতে পায়। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসকে খবর দিলে রাত ১২টার দিকে ৬টি ইউনিটের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

বাকৃবির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে আগুন

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শহিদুর রহমান জানান, খবর পেয়ে ৬টি ইউনিট এসে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে।

মঞ্চে আগুনের খবর পেয়ে বাকৃবি কর্তৃপক্ষ, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাকসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুড়ে যাওয়া মঞ্চ পুনরায় তৈরি করে রবিবার বিকেল ৩টায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ উপস্থিত থাকবেন কিনা এ বিষয়ে কিছুই জানাতে পারেননি বাকৃবি কর্তৃপক্ষ।