ভোট দিলেন রাবি ভিসি-প্রোভিসিরা

ভোট দিচ্ছেন রাবি ভিসিরাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক আব্দুস সোবহান। সোমবার (৩০ জুলাই) বেলা সোয়া ১০টার দিকে তিনি রাবি স্কুল অ্যান্ড কলেজে তার ভোট দেন। একই সময়ে ভোট দেন সদ্য দায়িত্ব নেওয়া দ্বিতীয় প্রোভিসি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

ভোট দেওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যাপক আব্দুস সোবহান বলেন, ‘ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোট দিচ্ছেন। এমন শান্তিপূর্ণ নির্বাচন আর হয় না।’ভোট দিচ্ছেন রাবি ভিসি

এর আগে একই কেন্দ্র সকাল ৯টার দিকে ভোট দেন আরেক প্রোভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোট শান্তিপূর্ণ হচ্ছে। ভোটের পরিবেশ এবং ভোটারদের উপস্থিতি দেখে মনে হচ্ছে নৌকার জয় হবেই।’

৩০ নম্বর ওয়র্ডের আংশিক নিয়ে রাবি স্কুল কেন্দ্রে ভোট চলছে। যেখানে ১৮৫১ জন ভোটার রয়েছেন।

আরও পড়ুন- তিন সিটিতেই ভোটার উপস্থিতি বাড়ছে