একদিনে ১১০টি মামলা ও ৬৫টি মোটরসাইকেল আটক শেরপুরে

শেরপুরসারাদেশের মতো রবিবার (৫ আগস্ট) থেকে শেরপুরেও শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। প্রথম দিনে জেলায়  ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে লাইসেন্সবিহীন ৬৫টি মোটরসাইকেল আটক করা হয়েছে। চালকদের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট না থাকা ও ট্রাফিক আইন মেনে না চলার দায়ে ২ লাখ টাকা জরিমানা এবং ১১০টি মামলা হয়েছে।

ট্রাফিক সপ্তাহ পালন উপলক্ষে শেরপুরে ট্রাফিক ইন্সপেক্টর মেহেদী হাসান, মো. জাহাঙ্গীর আলম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে ফোর্সসহ জেলা শহরের থানার মোড়ে অভিযান চালানো হয় রবিবার। শেরপুর ট্রাফিক সার্জেন্ট রুবেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের লাইসেন্স, ইন্স্যুরেন্স ও কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে বৈধ কাগজপত্র পাওয়া মোটরসাইকেল ও চালকদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে আইন লঙ্ঘনের অভিযোগে প্রথমদিনে ১১০টি মামলা ৬৫টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

আরও পড়ুন- ট্রাফিক সপ্তাহের প্রথম দিনেই রাজশাহীতে ৩৭৫ মামলা