চট্টগ্রামে অভিযান চালিয়ে শিবিরের ৮ নেতাকর্মীকে গ্রেফতার



গ্রেফতারের প্রতীকী ছবিচট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডবলমুরিং থানার ওসি একে এম মহিউদ্দিন সেলিম এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার নেতাকর্মীদের মধ্যে ডবলমুরিং থানা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন বলে তিনি জানান। তাদের কাছ থেকে উসাকানিমূলক লিফলেট উদ্ধার করা হয়েছে।

মহিউদ্দিন সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডবলমুরিং থানা ছাত্রশিবিরের সভাপতি মোরশেদুল আলম ও সেক্রেটারি তৌহিদুল মিনহাজসহ আট জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আগ্রাবাদ ব্যাংক কলোনি, ঝরণা পাড়া, হালিশহরের মইন্যাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার নেতাকর্মীদের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সাধারণ সম্পাদক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অন্যরা নগরীর বিভিন্ন কলেজের লেখাপড়া করছেন।’

তিনি আরও বলেন, ‘নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তারা সংঘবদ্ধ হচ্ছিলো। গোপন সংবাদ পেয়ে আমরা তাদের গ্রেফতার করি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

আরও পড়ুন- অব্যাহতির জেরে ছাত্রদল নেতাদের বিএনপি কার্যালয়ে হামলা!