শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ

শাহ আমানতে ইউএস বাংলা`র বিমানের জরুরি অবতরণ (ছবি: ফোকাস বাংলা)চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলে বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন। বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান (ফ্লাইট নম্বর- বিএস ১৪৩) চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ক্র্যাশ ল্যান্ডিং করার পর থেকে আর কোনও বিমান এখান থেকে উড্ডয়ন বা অবতরণ করতে পারেনি। কলকাতা থেকে ছেড়ে আসা দুটি বিমানও শাহ আমানতে অবতরণ করতে পারেনি।

শাহ আমানত বিমানবন্দরের সিনিয়র ম্যানেজার হাসান জহির বাংলা ট্রিবিউনকে জানান, ‘বুধবার বিকাল সাড়ে ৬টা পর্যন্ত এই বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকবে।’ তিনি আরও জানান, ঘটনার পর থেকে এই বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসা তিনটি ফ্লাইট এখন পর্যন্ত বন্দরে অবতরণ করতে পারেনি। এরমধ্যে দুটি কলকাতা থেকে ও একটি ঢাকা থেকে ছেড়ে আসা ফ্লাইট।

শাহ আমানত বিমানবন্দরের একাধিক সূত্র বাংলা ট্রিবিউনকে জানান, সামনের নোজ হুইল কাজ না করায় বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং করে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই যাত্রীদের উদ্ধারে কাজ করছে বিমান কর্তৃপক্ষ।

ইউএস-বাংলার এই বিমানটি কক্সবাজারে অবতরণ করার কথা ছিল ১২টা ৩০ মিনিটে। সেখানে নামতে না পেরে চট্টগ্রামে এসে ১টা ১৮ মিনিট শাহ আমানতে অবতরণ করে। এর পাইলট হিসেবে ছিলেন মোহাম্মদ জাকারিয়া। নোজ হুইল সমস্যার কারণে বিমানটি জরুরি অবতরণ করে।

 আরও পড়ুন- চট্টগ্রামে ইউএস বাংলা বিমানের ক্র্যাশ ল্যান্ডিং (ভিডিও)