কুবি বাসে হামলার ঘটনায় মামলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসে বহিরাগতদের হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী থানার ওসি আবদুস ছালাম মিয়া।

ওসি আবদুস ছালাম মিয়া বলেন, ‘কুবি প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আমাদের জায়গা থেকে আমরা ঘটনা তদন্ত করছি। এ ব্যাপারে কোনও আটক ও গ্রেফতার নেই।’

মামলার বাদী সাদেক হোসেন মজুমদার বলেন, ‘আমরা থানায় অভিযোগ করে রিসিভড কপি নিয়ে এসেছি। মামলা হয়েছে। এখন প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নেবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। পুলিশ প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা প্রকৃত আসামিদের আইনের আওতায় আনার।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ অক্টোবর) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সংলগ্ন এলাকায়  বিশ্ববিদ্যালয়ের জন্য ভাড়া করা বিআরটিসি বাসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় কিছু বহিরাগত সন্ত্রাসী। বাস চালককে রক্ষা করতে গিয়ে এসময় আহত হন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ।