উন্নয়ন অগ্রযাত্রায় গণমাধ্যম বলিষ্ঠ ভূমিকা রেখেছে: হানিফ

বক্তব্য রাখছেন মাহবুবউল আলম হানিফ (ছবি– প্রতিনিধি)উন্নয়ন অগ্রযাত্রায় গণমাধ্যম বলিষ্ঠ ভূমিকা রেখেছে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘সমাজের দর্পণ গণমাধ্যম। নানা অসঙ্গতি-অনিয়ম তুলে ধরা হয় এখানে। উন্নয়ন অগ্রযাত্রায় গণমাধ্যম যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে, তা স্মরণযোগ্য।’

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারে ‘উন্নয়ন অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘জঙ্গিবাদ-মৌলবাদ ও স্বাধীনতাবিরোধীচক্র বারবার উন্নয়ন পথের যাত্রীদের পেছনে টেনে ধরেছে। বোমা হামলায় মানুষকে পুড়িয়ে হত্যা, পরিবহন, রেল, শিল্প-কলকারখানায় অগ্নিসংযোগ করে দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চেয়েছে।’

তিনি আরও বলেন, ‘সেই পরিস্থিতি মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। এর পেছনে গণমাধ্যম বলিষ্ঠ ভূমিকা রেখেছে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজাউল হক চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী হাজী আবুল বায়েছ মিয়া, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) একেএম জহিরুল ইসলাম প্রমুখ।