ব্রহ্মপুত্রে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

জব্দ করা জাল পুড়ানো হচ্ছে (ছবি– প্রতিনিধি)

কুড়িগ্রামের চিলমারী ও রাজিবপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে আজ বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে ইলিশ ধরার সময় ১২ হাজার ৪শ’ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জেলা মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান এ খবর নিশ্চিত করেন।

জিল্লুর রহমান জানান, বৃহস্পতিবার চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে ১২ হাজার ৪শ’ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা দ্রুত নৌকা নিয়ে নদী থেকে সরে পড়ে। তবে ব্রহ্মপুত্র নদে ইলিশ ধরার উদ্দেশে পাতানো অবস্থায় বেশ কিছু জেলের কারেন্ট জাল জব্দ করে মৎস্য বিভাগ। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় চিলমারী ঘাটে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

মো. জিল্লুর রহমান বলেন, ‘জেলার পাঁচ উপজেলায় নদ-নদীতে পেশাদার জেলেদের পাশাপাশি অপেশাদার জেলেরাও ইলিশ শিকারের উদ্দেশে জাল ফেলছে। নদীতে ইলিশ ধরার জন্য যে বিপুল সংখ্যক নৌকা আর জালের উপস্থিতি সে তুলনায় আমাদের অভিযান পর্যাপ্ত নয়।’