মাদক ব্যবসায়ীদের কঠিন পরিণতি ভোগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ছবি– প্রতিনিধি)

মাদক ব্যবসায়ীদের কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘মাদক একটি সামাজিক সমস্যা। এই মারাত্মক সমস্যা থেকে বেরিয়ে আসতে না পারলে আমাদের সমাজ ও দেশ মেধাশূন্য হয়ে পড়বে। এতে ২০২১ বলেন আর ২০৪০ বলেন, কোনও সফলতা অর্জনই সম্ভব হবে না। কাজেই মাদকের সঙ্গে কোনও আপস নেই। যে মাদকের ব্যবসা করে, যে মাদক সরবরাহ করে, তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। এতে যদি কেউ চ্যালেঞ্জ করে, তাহলে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।’

শনিবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার শহরের একতারকা মানের এক হোটেলে র‌্যাব-৭ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় র‍্যাব-এর মহাপরিচালক বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘আমরা মাদককে দেশছাড়া করে ছাড়বো। এতে কাউকে ছাড় দেওয়া হবে না।’

বক্তব্য রাখছেন বেনজীর আহমেদ (ছবি– প্রতিনিধি)

তিনি আরও বলেন, ‘অনেক সরকারী কর্মচারী-কর্মকর্তারা অনেক টাকার মালিক বনে গেছেন। তাদের অনেক প্রসাদের মতো বাড়ি রয়েছে। তাদের আয়ের উৎস কী? বিভাবে তারা এত টাকা পেয়েছে? আমাদের ইনকাম ট্যাক্সের বন্ধুরা তাদের একটু দেখুন। আমরা যদি সবাই একযোগে সোচ্চার হই, তাহলে কেউ পালাবার পথ পাবে না।’

এসময় প্রেস ব্রিফিংয়ে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।