প্রকৃত গৃহহীনদের পুনর্বাসনের দাবিতে খাগড়াছড়িতে বাঙালি ছাত্রদের বিক্ষোভ

 

বাঙালি ছাত্র পরিষদের বিক্ষোভ৮২ হাজার পাহাড়ি পরিবারের পুনর্বাসন বন্ধ করে, প্রকৃত গৃহহীনদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে রবিবার (২১ অক্টোবর) সকালে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকে আসলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সংগঠনটির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়।

সংগঠনটির দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মোহাম্মদ চাহেল তস্তরী। স্মারকলিপিতে ৮২ হাজার পাহাড়ি পরিবারকে পুনর্বাসন প্রক্রিয়া বন্ধ করে প্রকৃত গৃহহীনদের পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়।

এসময় বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুল মজিদ, জেলা কমিটির সিনিয়র সহসভাপতি মো. নজরুল ইসলাম, সাংগঠনটির সম্পাদক মো. শাহাদাৎ হোসন কায়েসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।