টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ ৩ নারী আটক

এ বাড়িতে অভিযান চালায় পুলিশ (ছবি- প্রতিনিধি)

কক্সবাজারের টেকনাফে ইয়াবার টাকায় বানানো ‘রাজপ্রসাদ’র মতো বাড়িতে অভিযান চালিয়ে একই পরিবারের তিন নারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। রবিবার (২১ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে এ তিনকে আটক করা হয়।

আটকরা হলো– টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া জিয়াউর রহমানের স্ত্রী রোজিনা আকতার (২২), একই পরিবারের নুর ইসলামের স্ত্রী নুর বেগম (৫০) ও আবদুর রহমানের স্ত্রী ইসমতারা (২০)। এরা সবাই শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জিয়াউর রহমানের পরিবারের সদস্য।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ‘ইয়াবা গ্রাম’ হিসেবে খ্যাত টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় এক ইয়াবা গডফদারের বাড়িতে ইয়াবা চালান মজুদ রাখা হয়েছে –এমন গোপন সংবাদের খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল রবিবার ভোরে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া বাড়িতে অভিযান চালায়। এসময় তার ‘রাজপ্রসাদ’-এর বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জিয়াউর রহমানের স্ত্রীসহ তিন নারীকে আটক করা হয়। এর মধ্যে তার মা ও ছোট ভাইয়ের স্ত্রী রয়েছে। জিয়াউর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তার ছোট ভাই আবদুর রহমানের নামও একই তালিকায় স্থান পেয়েছে। তারা সদর ইউনিয়নের নাজির পাড়া মোহাম্মদ ইসলামের ছেলে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। 

অভিযানের সময় বাড়িতে জিয়াকে পাওয়া যায়নি উল্লেখ করে ওসি বলেন, ‘ইয়াবা ব্যবসায়ী জিয়াউর রহমান ও তার ভাই আবদুর রহমানকে পলাতক দেখিয়ে মাদক মামলা দায়ের করে আটক নারীদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।’