সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বন্দুকযুদ্ধচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নুনাছড়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সামছুদ্দিন ওরফে কোপা সামছু (৩২) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ । শনিবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। একই ঘটনায়  মামুন (২৫) নামে আরও এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ডাকাত সদস্য সামছুদ্দিন ওরফে কোপা সামছু উপজেলার বাড়বকুন্ডের মান্দারীটোলা এলাকার বাসিন্দা।

ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নুনাছড়া এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে এমন সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা ওই এলাকায় যায়। এসময় ডাকাত দল পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে সেখানে সামছুদ্দিন ও মামুনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক সামছুদ্দিনকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘নিহত ডাকাত সদস্য সামছুদ্দিন থানার ওয়ারেন্টভুক্ত আসামি। তার নামে হত্যা, ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। একই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।’