বরিশালে অবৈধ বিলবোর্ড ব্যানার ফেস্টুন অপসারণে অভিযান

বরিশালে অবৈধ বিলবোর্ড ব্যানার ফেস্টুন অপসারণে অভিযানএকাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী রবিবার (১৮ নভেম্বর) রাতে শেষ হয়েছে বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণের সময়সীমা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে যারা সংশ্লিষ্ট বিলবোর্ড, ব্যানার, পোস্টার অপসারণ করেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবৈধ ওইসব সামগ্রী অপসারণে মাঠে নেমেছে প্রশাসন।বরিশালে অবৈধ বিলবোর্ড ব্যানার ফেস্টুন অপসারণে অভিযান

সোমবার দুপুরে বরিশালের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। তবে এর আগেই নগরীর অধিকাংশ স্থানের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন এবং পোস্টার অপসরণ হয়ে গেছে। এ কারণে আজকের অভিযানে কারোর বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।