X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

কয়রায় ১১ পয়েন্ট দিয়ে ঢুকেছে পানি, আশ্রয়কেন্দ্রে ৪০ হাজার মানুষ

খুলনা প্রতিনিধি
২৬ মে ২০২৪, ১৯:৪৭আপডেট : ২৬ মে ২০২৪, ১৯:৪৭

ঘূর্ণিঝড় রিমালের প্রথম ছোবলের আগেই সুন্দরবনঘেঁষা খুলনার কয়রা উপজেলায় বাঁধ উপচে লোনা পানি লোকালয়ে প্রবেশ করেছে। এমন ১১টি পয়েন্ট তাৎক্ষণিক মেরামত করা হয়েছে। আর দুর্যোগের ঝুঁকিতে থাকা আরও ২৪টি পয়েন্টে জরুরি মেরামত কাজ করেছে। ইতিমধ্যে কয়রার ১১৬টি আশ্রয় কেন্দ্রে ৪০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

কয়রায় ১১ পয়েন্ট দিয়ে ঢুকেছে পানি, আশ্রয়কেন্দ্রে ৪০ হাজার মানুষ

জানা গেছে, কয়রার আংটিহারা বারিক শেখের বাড়ির সামনে রাস্তা অতিক্রম করে লোকালয়ে পানি ঢোকে। সূতির অফিস সংলগ্ন বাঁধ উপচেও লোকালয়ে পানি ঢুকছিল। গোগরাকাটিতেও বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে। দশালিয়ার একটি নিচু পয়েন্ট দিয়েও পানি প্রবেশ করতে দেখা যায়। এ সব পয়েন্ট স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধে জরুরি মেরামত কাজ করা হয়।

কয়রায় ১১ পয়েন্ট দিয়ে ঢুকেছে পানি, আশ্রয়কেন্দ্রে ৪০ হাজার মানুষ

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম তরিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘূর্ণিঝড়ের কারণে শনিবার (২৬ মে) সকাল থেকেই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে জরুরি মেরামত কাজ শুরু হয়। দিনভর ২৪টি পয়েন্ট মেরামত করা হয়। বিকালে জোয়ারের পানি বৃদ্ধিতে ১১টি পয়েন্ট দিয়ে বাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকতে শুরু করে। এ খবর পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে সেই পয়েন্টগুলোতেও তাৎক্ষণিক মেরামত কাজ করা হয়। নিচু বাঁধ উঁচু করা হয়। যাতে লোনা পানিতে লোকালয় সয়লাব হতে না পারে।

কয়রায় ১১ পয়েন্ট দিয়ে ঢুকেছে পানি, আশ্রয়কেন্দ্রে ৪০ হাজার মানুষ

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে আসতে সকাল থেকে মাইকিং করা হয়। তারা দুপুর ২টার পর আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১১৬টি আশ্রয়কেন্দ্রে ৪০ হাজার মানুষ আশ্রয় নেয়। এর মধ্যে গর্ভবতী নারীসহ শিশুরা রয়েছে। কিছু মানুষ গবাদি পশু ঝুঁকিতে রেখে আশ্রয়কেন্দ্রে আসতে চাননি। তাই তাদের গবাদি পশুও আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের জন্য শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। তাদের সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করা হচ্ছে।

/এফআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
এখনও তাজা রিমালের ক্ষত, ঈদ আনন্দ ছোঁবে না তাদের
ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতির হিসাব প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর বৃহস্পতিবার
ক্ষতিগ্রস্ত সাড়ে পাঁচ লাখ কৃষকরিমালে কৃষির ক্ষতি ১ হাজার কোটি টাকার বেশি
সর্বশেষ খবর
কদর নেই এবারও, জবাই করে দিলেই মিলছে চামড়া
কদর নেই এবারও, জবাই করে দিলেই মিলছে চামড়া
শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার পরিকল্পনাকারী ভারতীয় সন্দেহভাজনকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ
শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার পরিকল্পনাকারী ভারতীয় সন্দেহভাজনকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ
কাঁচা চামড়ার দাম এবার কত বেশি পেলো বিক্রেতারা
কাঁচা চামড়ার দাম এবার কত বেশি পেলো বিক্রেতারা
যত্রতত্র কাঁচা চামড়া কেনাবেচা, ৫ ব্যবসায়ীকে জরিমানা
যত্রতত্র কাঁচা চামড়া কেনাবেচা, ৫ ব্যবসায়ীকে জরিমানা
সর্বাধিক পঠিত
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে?
সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে?
৩ লাখ মুসল্লি নিয়ে গোর-এ শহীদ ময়দানে ঈদ জামাত
৩ লাখ মুসল্লি নিয়ে গোর-এ শহীদ ময়দানে ঈদ জামাত