X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

কয়রায় ১১ পয়েন্ট দিয়ে ঢুকেছে পানি, আশ্রয়কেন্দ্রে ৪০ হাজার মানুষ

খুলনা প্রতিনিধি
২৬ মে ২০২৪, ১৯:৪৭আপডেট : ২৬ মে ২০২৪, ১৯:৪৭

ঘূর্ণিঝড় রিমালের প্রথম ছোবলের আগেই সুন্দরবনঘেঁষা খুলনার কয়রা উপজেলায় বাঁধ উপচে লোনা পানি লোকালয়ে প্রবেশ করেছে। এমন ১১টি পয়েন্ট তাৎক্ষণিক মেরামত করা হয়েছে। আর দুর্যোগের ঝুঁকিতে থাকা আরও ২৪টি পয়েন্টে জরুরি মেরামত কাজ করেছে। ইতিমধ্যে কয়রার ১১৬টি আশ্রয় কেন্দ্রে ৪০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

কয়রায় ১১ পয়েন্ট দিয়ে ঢুকেছে পানি, আশ্রয়কেন্দ্রে ৪০ হাজার মানুষ

জানা গেছে, কয়রার আংটিহারা বারিক শেখের বাড়ির সামনে রাস্তা অতিক্রম করে লোকালয়ে পানি ঢোকে। সূতির অফিস সংলগ্ন বাঁধ উপচেও লোকালয়ে পানি ঢুকছিল। গোগরাকাটিতেও বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে। দশালিয়ার একটি নিচু পয়েন্ট দিয়েও পানি প্রবেশ করতে দেখা যায়। এ সব পয়েন্ট স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধে জরুরি মেরামত কাজ করা হয়।

কয়রায় ১১ পয়েন্ট দিয়ে ঢুকেছে পানি, আশ্রয়কেন্দ্রে ৪০ হাজার মানুষ

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম তরিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘূর্ণিঝড়ের কারণে শনিবার (২৬ মে) সকাল থেকেই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে জরুরি মেরামত কাজ শুরু হয়। দিনভর ২৪টি পয়েন্ট মেরামত করা হয়। বিকালে জোয়ারের পানি বৃদ্ধিতে ১১টি পয়েন্ট দিয়ে বাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকতে শুরু করে। এ খবর পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে সেই পয়েন্টগুলোতেও তাৎক্ষণিক মেরামত কাজ করা হয়। নিচু বাঁধ উঁচু করা হয়। যাতে লোনা পানিতে লোকালয় সয়লাব হতে না পারে।

কয়রায় ১১ পয়েন্ট দিয়ে ঢুকেছে পানি, আশ্রয়কেন্দ্রে ৪০ হাজার মানুষ

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে আসতে সকাল থেকে মাইকিং করা হয়। তারা দুপুর ২টার পর আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১১৬টি আশ্রয়কেন্দ্রে ৪০ হাজার মানুষ আশ্রয় নেয়। এর মধ্যে গর্ভবতী নারীসহ শিশুরা রয়েছে। কিছু মানুষ গবাদি পশু ঝুঁকিতে রেখে আশ্রয়কেন্দ্রে আসতে চাননি। তাই তাদের গবাদি পশুও আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের জন্য শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। তাদের সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করা হচ্ছে।

/এফআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
ঘূর্ণিঝড় দানায় নোয়াখালী উপকূলে ‘রিমাল’ আতঙ্ক, থেমে থেমে বৃষ্টি
রিমাল-পরবর্তী নিষেধাজ্ঞা শেষে খুলছে সুন্দরবন
ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ২ মাস পরও উপকূলে হাহাকার
সর্বশেষ খবর
চোর সন্দেহে পিটুনিতে যুবককে হত্যার অভিযোগ
চোর সন্দেহে পিটুনিতে যুবককে হত্যার অভিযোগ
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
কুড়িগ্রামে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার
কুড়িগ্রামে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার
লা লিগায় দ্রুততম হ্যাটট্রিকে সরলথের ইতিহাস
লা লিগায় দ্রুততম হ্যাটট্রিকে সরলথের ইতিহাস
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ