কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কুড়িগ্রামকুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলক চন্দ্র সেন (৩৪) না‌মে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে এ ঘটনা ঘ‌টে।  কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

নিহত পুলক সেনপাড়া গ্রামের ভবেশ চন্দ্র সেনের পুত্র। 

এলাকাবাসী ও নিহ‌তের প‌রিবার সূ‌ত্রে জানা যায়, শ‌নিবার সকাল ১০টার দিকে নিজ বীজতলায় পা‌নি সরবরা‌হের জন্য সেচপা‌ম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গে‌লে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে পুলক সেন। প‌রে এলাকাবাসীর সহায়তায় প‌রিবা‌রের লোকজন তার লাশ উদ্ধার ক‌রে বা‌ড়ি‌তে নি‌য়ে যায়। 

কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন জানান, নিহ‌তের শেষকৃত্য সম্পাদ‌নের জন্য তার প‌রিবা‌রের পক্ষ থে‌কে ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।