নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে জঙ্গি তৎপরতার অভিযোগ শামীম ওসমানের

১২

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে ব্যাপক জঙ্গি তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বুধবার (১২ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নে নির্বাচনি গণসংযোগকাল এ অভিযোগ করেন তিনি।

এসময় শামীম ওসমান বলেন, ‘নির্বাচনকে বানচাল করতে নারায়ণগঞ্জ-৪ আসনে জঙ্গি মতবাদের প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সেই প্রার্থীর পক্ষে কাজ করতে ইতোমধ্যে রাজধানী থেকে জামাত-শিবিরের অর্ধশত জঙ্গি নারায়ণগঞ্জে এসে ঘাঁটি করেছে। নারায়ণগঞ্জের আনাচে কানাচে তারা অবস্থান নিচ্ছে।’

শামীম ওসমান আরও বলেন, ‘আমি জানি তাদের উদ্দেশ্য নির্বাচন করা নয়। ২১ আগস্টের মতো আবারও বড় ধরনের কোনও হামলা করার পরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছে। তারা জানে, নির্বাচনে বিশ শতাংশ ভোটও তারা পাবে না, বিএনপির ভোটও পাবে না।’

নারায়ণগঞ্জের কেউ কেউ এই তৎপরতার সঙ্গে জড়িত উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের ওপর যদি কোন হামলা করা হয়, তাহলে এবার কাউকে ছাড় দেওেয়া হবে না।’  

এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, ‘প্রশাসন যদি এই জঙ্গিদের বিরুদ্ধে কোনও ধরনের ব্যবস্থা না নেয়, তাহলে জনগণকে নিয়ে জঙ্গিদের প্রতিহত করবো।’

এর আগে সংসদ সদস্য শামীম ওসমান এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনি প্রচারনা চালান এবং জনগণের কাছে দোয়া চান। পাশাপাশি তিনি বেশ কয়েকটি পথসভা ও উঠান বৈঠকে অংশ নেন। এসময় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।