বিরোধী দলে থাকলেও দেশের জন্য কাজ করি: মতিয়া চৌধুরী

বক্তব্য রাখছেন মতিয়া চৌধুরীআওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমরা ভোট নিয়ে দেশের উন্নয়নে কাজ করি। কাজ না করলে ভোট পাওয়া যায় না। আমরা বিরোধী দলে থাকলেও দেশের জন্য কাজ করি।’

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায়  তার নির্বাচনী এলাকা নালিতাবাড়ী উপজেলার নলজোরা ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।

 এ সময় তিনি আরও বলেন, ‘এলাকার উন্নয়নে যদি কাজ করে থাকি, তবে আরও কাজ করতে চাই। আবারও নৌকায় ভোট চাই। বিএনপি কোনও কাজ না করে টিআর কাবিখা লুটপাট করে। আমরা কাজ করে জনগণের ভোট পেতে চাই। আর বিএনপি কাজ না করে মানুষের হক খেয়ে ভোট লুটপাট করতে চায়। বিএনপি বা অন্যান্য দলের সঙ্গে আওয়ামী লীগের এই হলো পার্থক্য।’ 

রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে নির্বাচনি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, সাবেক সভাপতি আব্দুল হালিম উকিল, সাবেক সভাপতি আক্তারুজ্জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল প্রমুখ।