হাটহাজারীতে ইট তৈরির রোলারে পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ যায়চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ইট তৈরির মেশিনের রোলারে পেঁচিয়ে মো. মুরাদ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) সকালে ওই উপজেলার মির্জাপুর ইউনিয়নের চিশতিয়া অটো ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরাদ ময়মনসিংহ জেলার তারা মিয়ার ছেলে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।

ওসি বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই শ্রমিকের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, ইট তৈরির মেশিনে পেঁচিয়ে তার মৃত্যু হয়। তার মৃত্যুর প্রকৃত কারণ আমরা খতিয়ে দেখছি।’

ওই ইটভাঁটায় কর্মরত শ্রমিক ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুরাদ সকাল ৯টার দিকে অসাবধানতাবশত ইট তৈরির মেশিনের রোলারে পেঁচিয়ে যায়। গুরুতর আহত হয়ে সেখানেই তার মৃত্যু হয়। রোলারে পেঁচিয়ে তার শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায়।’