খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপি চেয়ারম্যান আহত

খাগড়াছড়ি

দুর্বৃত্তের গুলিতে  খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাজির আহমেদ আহত হয়েছেন। মঙ্গলবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম এ তথ্য জানিয়েছেন।

ওসি বলেন, ‘ইউপিডিএফ সন্ত্রাসীরা পানছড়ি বাজারে ইউপি চেয়ারম্যান নাজির আহমেদের ওপর গুলি চালায়। গুলিটি ইউপি চেয়ারম্যানের বাম হাত লাগে। স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা টিঅ্যান্ডটি টিলা পাহাড়ের দিকে পালিয়ে যায়। সন্ত্রাসীদের আটকের চেষ্টা চলছে। আহত ইউপি চেয়ারম্যানকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিকে জেলা ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা মুখপাত্র নিরন চাকমা এই ঘটনার সঙ্গে তাদের সংগঠনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।