টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় লরি চালক নিহত

টাঙ্গাইলে ট্রেন-লরি সংঘর্ষটাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় এক লরি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত লরি চালকের নাম রহমত আলী (৫০)। তার বাড়ি কিশোরগঞ্জে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লবনভর্তি একটি ট্রাক আনালিয়াবাড়ি নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে লরিটি রেললাইনের ওপর উঠে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন লরিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লরি চালক রহমত আলী নিহত হন।

এ ঘটনায় লরির হেলপার ও ট্রাকের চালকসহ তিনজন আহত হন।

ওসি মোশারফ হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। আহতরা এখন সুস্থ আছেন।’