জামালপুরে ট্রেনের ধাক্কায় ভটভটির ৪ যাত্রী আহত

জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকায় রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ইটবাহী একটি ভটভটির চালক ও দুই শিশুসহ চারজন আহত হয়েছে। ভটভটি চালক অসাবধানতাবশত রেললাইনের উপর চলে আসায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ দুর্ঘটনায় আহতরা হলো– গোপালপুর এলাকার শফিক মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (১২), একই এলাকার অমুল মিয়ার ছেলে মো. সুমন মিয়া (৯), ভটভটি চালক মেলান্দহ উপজেলার আদিপত্র গ্রামের গনি মিয়ার ছেলে মো. রনি (২০) ও ভটভটির হেলপার জামালপুর পৌর শহরের শেখেরভিটা এলাকার মজিবর রহমানের ছেলে দিপু মিয়া (৪২)। 

স্থানীয় সূত্রে জানায়, শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে সরিষাবাড়ীগামী আন্তঃনগর অগ্নিবীণা ট্রেনটি গোপালপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ কাঁচা সড়ক দিয়ে একটি ভটভটি রেললাইনের উপর চলে আসে। এ সময় ট্রেনের ধাক্কায় ভটভটিটি গুঁড়িয়ে যায়। এতে ভটভটিতে থাকা শিশুসহ চার যাত্রী গুরুতর আহত হয়। ট্রেনটির কোনও ক্ষতি হয়নি। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস চন্দ্র পণ্ডিত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে কোনও রেলক্রসিং নেই। রেললাইনের উপর দিয়ে যাতায়াতের জন্য শুধুমাত্র একটি কাঁচা রাস্তা রয়েছে। ভটভটি চালকের অসচেতনতার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।’