শার্শায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

যশোরযশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাগুড়ী নামক স্থানে ট্রাকের চাপায় লিটন আনছারী (৩৪) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) নাভারণ-সাতক্ষীরা সড়কের বাগুড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লিটন আনছারী বাগআঁচড়া বাগুড়ী গ্রামের সিদ্দিক আনছারীর বড় ছেলে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লিটন আনছারী বিকালে বেলতলা বাজারে যাচ্ছিলেন। নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়ার বাগুড়ী এলাকার মুড়ির মিল নামক স্থানে যশোরগামী একটি মুরগির বাচ্চাবাহী ট্রাক ভ্যানকে সাইড দিতে গিয়ে রাস্তার ডানে চাপ দেয়। এসময় সাতক্ষীরাগামী মোটরসাইকেলটি রাস্তার খাদে পড়লে আরোহী লিটন রাস্তার ওপর পড়ে যান। এরপর ট্রাকটি মোটরসাইকেল আরোহী লিটনের মাথার ওপর দিয়ে চলে যায়। ট্রাকের চাকার নিচে পড়ে লিটন আনছারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সুকদেব কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা স্থলে যায়।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক টিটু ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করেছেন। তবে ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, এই ব্যাপারে একটি নিয়মিত মামলা হবে। এই ঘটনায় সাময়িক যান চলাচল বন্ধ হলে ও নাভারণ হাইওয়ে পুলিশের একটি দল এসে যান চলাচল স্বাভাবিক করে। লাশটি ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।