ধর্মপ্রাণ মানুষকে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে: আমু

মাদক জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতামূলক অনুষ্ঠান

পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত মাদকের ব্যাপারে সোচ্চার হওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য আমির হোসেন আমু। সাবেক এ শিল্পমন্ত্রী বলেন, ‘ধর্মীয়ভাবে মাদক বেচাকেনা এবং এ কাজে প্রশ্রয় দেওয়া চরম গুনাহের কাজ। এ কারণে ধর্মপ্রাণ মানুষকে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। যারা মাদক সরবরাহ করছে তারা আমাদের দেশকে ধ্বংসের চক্রান্ত করছে।’
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ঝালকাঠি জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতামূলক অনুষ্ঠানে এ কথা বলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ সভাপতি।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। যুব প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।