সিঁদ কেটে মন্দিরে ঢুকে ৪টি প্রতিমা ভাঙচুর

আড়াইহাজারে প্রতিমা ভাঙচুরনারায়ণগঞ্জের আড়াইহাজারে সিঁদ কেটে একটি মন্দিরে ঢুকে রাধা কৃষ্ণের প্রতিমাসহ চারটি প্রতিমা  ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনরে মধ্যে আতঙ্ক বিরাজ করছে।  শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা গ্রামের  প্রদীপ মিত্রের  বাড়ির পরিবারিক মন্দিরে এ ঘটনা ঘটে।

রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক লোকনাথ বর্মন জানান, ‘শুক্রবার বিকালে হ্যাপি রানী মিত্র পূজা আর্চনা শেষে মন্দিরের তালাবদ্ধ করে চলে যান। সন্ধ্যায় আবার পূজা আর্চনার জন্য  মন্দিরের তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখেন রাধা, কৃষ্ণ, গৌরাঙ্গ, নিত্যানন্দ প্রতিমার মাথা, হাত ও পেটের বিভিন্ন অংশ ভাঙা। প্রতিমার পাশ দিয়ে মন্দিরের মাটি খোঁড়া ও জানালা খোলা। ধারণা  করা হচ্ছে, ঘরের মাটি খুঁড়ে ভেতরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে জানালা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’আড়াইহাজারে প্রতিমা ভাঙচুর

প্রদীপ মিত্র জানান, ‘মন্দিরটি আমার বাড়ির সীমানার উত্তরপাশে একটু নির্জনস্থানে। একারণে পূজাঅর্চনার কাজ ছাড়া লোকজন সেখানে কমই আসা যাওয়া করে থাকে। তবে মন্দিরে ঢুকে কে বা কারা ভাঙচুর করেছে তা জানি না।’

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।’