X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার মামলা

মোংলা প্রতিনিধি
২১ মে ২০২৫, ১৮:৫৬আপডেট : ২১ মে ২০২৫, ১৮:৫৬

বাগেরহাট মোংলায় পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র জুলফিাকার আলীসহ স্থানীয় বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এনসিপির শ্রমিক উইংয়ের মোংলা শাখার যুগ্ম আহ্বায়ক তিতুমীর চোকদার বাদী হয়ে মঙ্গলবার (২০ মে) রাতে মোংলা থানায় এ মামলা করেন।

মোংলা থানার ওসি আনিসুর রহমান এ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। এদিকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া এ মামলা নিয়ে মোংলা বন্দরে উত্তাপ ও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

মামলার বাদী তিতুমীর চোকদার এজাহারে উল্লেখ করেন, বিগত আওয়ামী লীগ শাসনামলে মোংলা বন্দর শ্রমিক সংগঠন আওয়ামী লীগের কর্তাব্যক্তিরা নিয়ন্ত্রণে রেখে সাধারণ শ্রমিকদের স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড চালায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিএনপি নেতা জুলফিকার আলী তার নিয়ন্ত্রণে নিয়ে অনুসারীদের দিয়ে শ্রমিক সংগঠনের নেতৃত্ব এবং কর্তৃত্ব পরিচালনা শুরু করেন।

এ অবস্থায় এনসিপির শ্রমিক সংগঠনের নেতৃত্বে সাধারণ শ্রমিকরা গত ২৯ এপ্রিল (শ্রমিক সংঘ) সংগঠন চত্বরে তলবি সভা আহ্বান করেন। আগের দিন দুপুরে ২৮ এপ্রিল সভার মঞ্চ ও ডেকোরেশন তৈরির প্রস্তুতি গ্রহণকালে বিএনপির নেতৃত্বাধীন শ্রমিকরা এনসিপি সমর্থিত শ্রমিকদের ওপর হামলা, মারধর এবং সভার মঞ্চ ও  ডেকোরেশন ভাঙচুর করেন।

এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ২৯ এপ্রিল বিকালে নির্ধারিত সময় এনসিপি সমর্থিত শ্রমিকরা সমাবেশের প্রস্তুতি নিলে একই স্থানে সমাবেশের ডাক দেন বিএনপি সমর্থিত শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে মোংলা পৌর শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এ পরিস্থিতিতে বিএনপি ও এনসিপি সমর্থিত শ্রমিকরা তাদের পূর্বঘোষিত কর্মসূচি পালনে অনড় থাকেন। ওই দিন বিকালে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় একাধিক নেতাসহ তাদের সমর্থিত স্থানীয় শ্রমিকরা মিছিল নিয়ে শ্রমিক সংঘ চত্বরে এগিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে হট্টগোল, হামলা ও মারধরের ঘটনা ঘটে। আর এতে একাধিক শ্রমিক আহত হন। এ নিয়ে তখন উভয়পক্ষ মোংলা থানায় পরস্পর বিরোধী অভিযোগ দিলেও কোনও মামলা হয়নি।

এ ঘটনার প্রায় তিন সপ্তাহ পর মঙ্গলবার রাতে এনসিপির শ্রমিক উইংয়ের নেতা তিতুমীর চোকদার বাদী হয়ে একটি মামলাটি করেন।

বাদীর অভিযোগ, তাকেসহ এনসিপির শ্রমিক উইং কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারধরসহ তাদের নারী নেত্রী রিয়া পারভীনকে প্রকাশ্যে রাস্তায় যৌন হয়রানি করা হয়। এ মামলায় মোংলা পৌর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র ও বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিাকার আলী ও সাবেক পৌর কাউন্সিলর যুবদল নেতাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মীকে আসামি করা হয়।

মামলা প্রসঙ্গে বিএনপি নেতা জুলফিকার আলী বলেন, তার জনপ্রিয়তা ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নেতাকর্মীসহ তাকে এ মামলায় জড়ানো হয়েছে।

এদিকে মঙ্গলবার রাতে হওয়া এ মামলার প্রতিবাদে বুধবার (২১ মে) দুপুরে মোংলা প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে পৌর বিএনপি। এ সময় লিখিত বক্তব্যে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন অভিযোগ করে বলেন, বিএনপির জনপ্রিয়তা ও ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিত এ মামলায় করা হয়েছে। দ্রুত এ মামলা প্রত্যাহার করা না হলে স্থানীয় বিএনপি কঠোর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

অপরদিকে এ মামলার প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে ও বুধবার বিকালে পৌর শহরে দুই দফায় প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বিএনপি। এতে শহরের উত্তাপ ও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে।

/এফআর/
সম্পর্কিত
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
বিএফইউজে-ডিইউজে ও প্রেসক্লাবের প্রতিবাদসাংবাদিকদের হুমকি স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধক
সর্বশেষ খবর
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের