শিক্ষা উপমন্ত্রীর কণ্ঠ নকল করে চাঁদা দাবি, আটক এক

আটক মো. ওসমানশিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের কণ্ঠ নকল করে মোবাইল ফোনে কল দিয়ে চাঁদা দাবির অভিযোগে মো. ওসমান (২৬) নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (২০ মে) রাত ১১টা থেকে আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত উপ কমিশনার আব্দুর রউফ। মঙ্গলবার (২১ মে) দুপুরে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানিয়েছেন।   

গ্রেফতার ওসমান খাগড়াছড়ির মানিকছড়ি এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে৷ তেনি বর্তমানে চট্টগ্রামের ঈদগাহ কাঁচা রাস্তার মোড় এলাকায় থাকেন।

পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আব্দুর রউফ বলেন, ‘ওসমান দীর্ঘদিন ধরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের কণ্ঠ নকল করে বিভিন্ন জনকে কল করে চাঁদা দাবি ও প্রতারণা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওসমানকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে জানুয়ারি মাস থেকে এ কাজ করে আসছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’