মেঘনায় প্রবল স্রোত, ট্যাংকারের ধাক্কায় ডুবলো পাথরবোঝাই জাহাজ

চাঁদপুর

মেঘনা নদীতে প্রবল ঘূর্ণি স্রোতের কারণে এমটি সামিয়া-২ নামের তেলের ট্যাংকারের ধাক্কায় মুন্সী এক্সপ্রেস নামক একটি কালো পাথরবোঝাই জাহাজ পানিতে তলিয়ে গেছে। এই ঘটনায় ডুবে যাওয়া জাহাজে থাকা ১০ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টায় চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে তারা একটি বিকট শব্দ শুনতে পায়। নদীপাড়ে গিয়ে দেখে একটি জাহাজ ডুবে যাচ্ছে। তাৎক্ষণাত তারা প্রাণে বেঁচে যাওয়া ১০ আরোহীকে উদ্ধার করেন।

ডুবে যাওয়া জাহাজের ড্রাইভার মহিউদ্দিন হোসেন জানান, মোংলা বন্দর থেকে ছেড়ে আসা কালো পাথর নিয়ে তাদের জাহাজটি চাঁদপুরের দিকে আসছিল। এসময় প্রচুর স্রোতের কারণে তেলের জাহাজ সামিয়া-২ তাদের জাহাজের ওপর উঠিয়ে দিলে সেটি ডুবে যায়। পরে আশপাশের জেলেরা নৌকা নিয়ে এসে আমাদের উদ্ধার করেন।

চাঁদপুর নৌ থানার এসআই ঈশান বলেন, ‘সাড়ে ৮টার দিকে তেলের ট্যাংকারের ধাক্কায় পাথরবোঝাই কোস্টার ডুবে যায়। খবর পেয়ে চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মো. আবু তাহের খানের নেতৃত্বে নৌপুলিশ উদ্ধার অভিযানে অংশ নেয়। এ ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’