পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট (প্রতীকী ছবি)পঞ্চগড়ের আটোয়ারী উপজলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামসুল হক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ধামোর ইউনিয়নের পানিশাইল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শামসুল হক বাড়ির পাশে আমনের রোপা লাগানোর জন্য ক্ষেতের আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে থাকা ভারসাম্য রক্ষার টানা তারে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিদ্যুতের খুঁটির সঙ্গে লাগানো টানা তারটি কোনও কারণে বিদ্যুতায়িত হয়েছিল। তিনি কাজের এক পর্যায়ে সেখানে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।