মাগুরায় ডেঙ্গু রোগীর মৃত্যু

ডেঙ্গু মশা

মাগুরা সদর উপজেলার নরসিংহাটি গ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জয়নাল শরীফ (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে তিনি মারা যান।

জয়নাল শরীফের ভাই হারুন অর রশিদ জানান, জয়নাল ঢাকার একটি বেসরকারি সিকিউরিটি সার্ভিস প্রতিষ্ঠানে এ চাকরি করতো। ১০ আগস্ট ঈদের ছুটিতে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়।শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু পরিবারের লোকেরা তাকে বুধবার (১৪ আগস্ট) বাড়িতে নিয়ে আসেন। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতেই সে মারা যায়।

মাগুরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নিলিমা বিশ্বাস জানান, ডেঙ্গু রোগী হিসেবে ১০ আগস্ট জয়নাল শরীফ ভর্তি হয়েছিলেন। পরে তার অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।