পণ্যের মূল্যতালিকা না থাকায় গোপালগঞ্জে চার দোকানকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান দোকানে পণ্যের মূল্যতালিকা না থাকায় গোপালগঞ্জে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এই জরিমানা করে। সোমবার (৯ সেপ্টেস্বর) বিকালে গোপালগঞ্জ শহরের বড় বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।
তিনি জানান, গোপালগঞ্জ বাজারে অভিযান চালিয়ে পণ্যের মূল্যতালিকা না টাঙ্গানোর দায়ে বাজারের মেসার্স অনিক স্টোর, মেসার্স ফারুক স্টোর ও মেসার্স চৌধুরী ভাণ্ডারকে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার ও মেসার্স সুমী স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেন, ক্যাবের (কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।