রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রতিনিধি দল কক্সবাজারে

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে  গেছেন মার্কিন প্রতিনিধি দল। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দর হয়ে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন তারা।

উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর জানিয়েছেন, ‘রবিবার বেলা ১১টার দিকে মার্কিন প্রতিনিধিদলটি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। সেখান থেকে ১৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে। প্রতিনিধি দলটির সঙ্গে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার।’

রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখা এবং রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলার কথা রয়েছে প্রতিনিধি দলটির।