বাঘাইছড়িতে জোড়া খুনের ঘটনায় মামলা

রাঙামাটিরাঙামাটির বাঘাইছড়ির নবছড়া এলাকায় জেএসএস এমএন লারমা গ্রুপের দুই সমর্থককে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত রিপেল চাকমার স্ত্রী জোসি চাকমা বৃহস্পতিবার রাতে বাঘাইছড়ি থানায় বাদী হয়ে বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমাকে প্রধান আসামি করে আরও ২৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় আরও ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।

বাঘাইছড়ি থানার অফিসার ইন চার্জ এম এ মনজুর মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর (বুধবার) মধ্যরাতে বাঘাইছড়ির দুর্গম নবছড়ায় দুর্বৃত্তরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) দুই সমর্থককে গুলি করে হত্যা করে। নিহতরা হলেন রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪)। এই ঘটনায় জনসংহতি সমিতির (এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক জ্ঞান জীবন চাকমা সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র গ্রুপের দায়ী করেন। অভিযোগের বিষয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সঙ্গে যোগাযোগ করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন-

বাঘাইছড়িতে এমএন লারমা গ্রুপের দুই সমর্থককে গুলি করে হত্যা

বাঘাইছড়িতে সংঘাতে ৯ মাসে ১৪ খুন