উপনির্বাচনে ছয় প্রার্থীর চারজনই রংপুরের ভোটার নন

010336d0b469bc4bb0ca9be1cff40e91রংপুর-৩ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় প্রার্থীর চারজনই রংপুরের ভোটার নন। নির্বাচনি এলাকার ভোটার না হওয়ায় তারা ভোটও দিতে পারবেন না। এই চার প্রার্থী হলেন, জাতীয় পার্টির রাহগির আল মাহি সাদ এরশাদ, বিএনপি প্রার্থী রিটা রহমান, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ এবং ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম। বাকি দুই প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার ওরফে আসিফ শাহরিয়ার এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল রংপুরের স্থানীয় ভোটার।
এ বিষয়ে রিটা রহমান বাংলা ট্রিবিউন বলেন, ‘তিনি তার ভোট রংপুর-৩ আসনে স্থানান্তরের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন। তাকে আশ্বস্ত করা হয়েছিল ভোটের আগের দিন হলেও তার ভোটাধিকার রংপুরে স্থানান্তর করা হবে। তবে ভোট দিতে যাওয়ার আগ মুহূর্তে তিনি জানতে পারেন তার ভোট রংপুরে স্থানান্তর করা হয়নি।’

জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ ঢাকার গুলশানের ভোটার। একই নির্বাচনি এলাকার ভোটার গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহও। আর ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম রংপুরের মিঠাপুকুর উপজেলার ভোটার।


প্রসঙ্গত, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে উপনির্বাচনে লড়ছেন ছয়জন প্রার্থী। আজ সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

আরও পড়ুন: রংপুর-৩ উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে