রাঙ্গাবালীতে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২ মণ ইলিশ উদ্ধার

পটুয়াখালীমা ইলিশ রক্ষা অভিযানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও দুই মণ ইলিশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশ এ অভিযান পরিচালনা করে।

মাছ ধরার নিষিদ্ধ সময়ে উদ্ধারকৃত এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার কলাগাছিয়া সংলগ্ন নদী থেকে এই নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। এছাড়া গহিনখালী লঞ্চ ঘাটে মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে দুই মণ ইলিশ উদ্ধার করা হয়েছে।

মো. জাহিদুল ইসলাম জানান, অভিযানে উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলার পর অবৈধভাবে শিকার করা মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, মা ইলিশের প্রজনন নিরাপদ করতে ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।