চাঁদপুরে ডেঙ্গু আক্রান্ত কিশোরের মৃত্যু

আব্দুল কাদেরচাঁদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল কাদের (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

চাঁদপুর শহরের জামতলা রোড এলাকার আমিন গাজীর ছেলে আব্দুল কাদের। সে শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতো।

স্বজনরা জানান, কয়েক দিন আগে আব্দুল কাদের জ্বরে আক্রান্ত হয়। গত মঙ্গলবার তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে আব্দুল্লাহ মারা যায়।

চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আরএমও সুজাউদ্দৌলা রুবেল বলেন, ‘আব্দুল কাদের আমাদের হাসপাতালের কাছেই একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতো। গত তিন-চার দিন ধরেই তার জ্বর ছিল। মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়ার পর বিনামূল্যে তার চিকিৎসা হয়েছে। পরের দিন অবস্থা খারাপ হওয়ায় আমরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে তাকে ঢাকায় পাঠাই। কিন্তু আজ সকালে তার মৃত্যুর খবরটি পাই।’