বগুড়ায় বিএনপির ৩২ নেতাকর্মী জেলহাজতে

বগুড়াবগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপি অফিস থেকে ১৯টি ককটেল ও দুইটি হাসুয়া উদ্ধারের মামলায় অভিযুক্ত ৩২ নেতাকর্মীর জামিন নামঞ্জুর হয়েছে। জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত বয়স ও অসুস্থতা বিবেচনা করে অপর ১০ জনকে জামিন দিয়েছেন। মঙ্গলবার বিকালে আসামি পক্ষের আইনজীবী আবদুল বাছেদ ৫৬ আসামির মধ্যে ৪২ জনকে আদালতে হাজির করে জামিন আবেদন করেন।
এজাহার সূত্রে জানা যায়, শিবগঞ্জ থানা পুলিশ গোপন খবর পেয়ে গত ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলা বিএনপি কার্যালয়ের তালা ভেঙে তল্লাশি করে। সেখানে একটি ব্যাগে রাখা ১৯টি ককটেল ও দুটি হাসুয়া পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ ৩৯ নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে। তদন্তকারী কর্মকর্তা ৫৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, সংসদ নির্বাচনে নাশকতা করার উদ্দেশে বিএনপি নেতাকর্মীরা তাদের অফিসে ককটেল ও হাসুয়া মজুত করেছিল। এ মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। মঙ্গলবার তাদের ৪২ জন জেলা ও দায়রা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত ৩২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বয়স ও অসুস্থতার কথা বিবেচনা করে ১০ জনকে জামিন দেন আদালত।