মনোজ সাহা জানান, অভিযান চালানোর সময় ওই এলাকায় অবৈধ শিকারি ও ব্যবসায়ীরা ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ এই জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ কুমার দাস ও মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল আহম্মেদ উপস্থিত ছিলেন।
জব্দ করা জাটকা মাছ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।