গ্যাস বিস্ফোরণের ঘটনায় কেজিডিসিএল’র তদন্ত কমিটি

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণচট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় গ্যাস বিস্ফোরণে দেয়াল ধসে সাতজন নিহত হওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। কেজিডিসিএল -এর মহাব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আবু নসর মোহাম্মদ সালেহ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘পাথরঘাটার গ্যাস বিস্ফোরণের ঘটনায় আমাদের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার সদস্যবিশিষ্ট এই কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।’
প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (বিপণন দক্ষিণ ডিভিশন) সারওয়ার হোসেনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয় বলে তিনি জানান। কমিটির অপর সদস্যরা হলেন, উপ-মহাব্যবস্থাপক (বিক্রয় দক্ষিণ) প্রকৌশলী মোহাম্মদ আবু জাহের, উপ-মহাব্যবস্থাপক (পরিকল্পনা ডিপার্টমেন্ট) প্রকৌশলী মো. শফিউল আজম খান ও উপ-মহাব্যবস্থাপক (পরীক্ষণ ও মান নিয়ন্ত্রণ ডিপার্টমেন্ট) প্রকৌশলী আহসান হাবীব।

আরও পড়ুন: গ্যাস লাইনে বিস্ফোরণ: দুই তদন্ত কমিটি

                 চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণ, নিহত ৭