কর ফাঁকি দিয়ে কম দামে বিক্রি: কোটি টাকার মোবাইল সেট উদ্ধার

আটক ব্যবসায়ীরাখুলনায় ১৭৯টি মোবাইল সেটসহ পাঁচ জন অবৈধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। মোবাইলগুলোর দাম প্রায় কোটি টাকা। রবিবার বিকাল ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। খুলনার সোনাডাঙ্গা নিউ মার্কেট এলাকায় ছয়টি অবৈধ মোবাইল সেট বিক্রয়কেন্দ্রে এ অভিযান চলে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- খালিশপুর হাউজিংয়ের জি এম নাজমুল হকের ছেলে আমিনুল ইসলাম রনি (৩৫), সোনাডাঙ্গার শামসুল হকের ছেলে আসলাম (২৫), নতুন রাস্তা মোড়ের হালিম শেখের ছেলে রাসেল শেখ (২৫), ট্যাং রোডের দাউদ হাসানের ছেলে মিরাজ হাসান (২০) ও রেলগেটের বাদল বাড়ৈর ছেলে রতন বাড়ৈ (২২)।  র‍্যাবের ব্রিফিংয়ে কর্মকর্তারা

র‌্যাব-৬ এর  পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন ইউসুফ সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নিউ মার্কেটে অভিযান চালানো হয়। এসময় ছয়টি মোবাইল ফোনের দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭৯টি মোবাইল ফোন, চারটি হেড ফোন এবং একটি অ্যাপল ওয়াচসহ পাঁচ জন অবৈধ মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে রেডমি-১৩৫টি, রিয়েলমি-১৫টি, আইফোন-১৪টি, স্যামস্যাং-১১টি, ওয়ান প্লাস-তিনটি, ভিভো-একটি, ওনার ৯এন-একটি, অ্যাপল স্মার্ট ওয়াচ-একটি, অ্যাপল হেডফোন চারটি।

তিনি আরও জানান, ‘এসব মোবাইল সেট ও অন্যান্য সরঞ্জামের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। অভিযুক্তরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধভাবে সরকারি কর ফাঁকি দিয়ে মোবাইল এনে জনসাধারণের কাছে কম মূল্যে বিক্রি করছে। ফলে প্রতিদিন সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।’