লবণবোঝাই ট্রাকে ১৫ হাজার পিস ইয়াবা, গ্রেফতার ৩

২১নারায়ণগঞ্জের রূপগঞ্জে লবণবোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ ও তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১ সদস্যরা। শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর পশ্চিমে ব্রাহ্মণখালী এলাকায় এ অভিযান চালানো হয়।

বিকালে র‌্যাব-১ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো কক্সবাজার সদর থানার ঈদগাহ বাদীতলা এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন, একই থানার ঈদগাহ দরগাহ এলাকার আব্দুর রশিদের ছেলে মহিউদ্দিন ও মিয়াজীপাড়া এলাকার নজরুলের ছেলে সাগর।

শুক্রবার রাতে কক্সবাজার থেকে লবণবোঝাই একটি ট্রাক বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) দিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হয়েছে বলে র‌্যাবের কাছে সংবাদ ছিল। এ কারণে র‌্যাব ১-এর একটি দল শনিবার সকাল ৬টার দিকে কাঞ্চন সেতুর পশ্চিমে ভূঁইয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সংলগ্ন স্থানে একটি চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট দেখে লবণবোঝাই ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় গতিরোধ করে র‌্যাব। পরে ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারিদের গ্রেফতার ও ২৬০ বস্তা লবণসহ ট্রাকটি জব্দ করে র‌্যাব।

মেজর আব্দুল্লাহ আল মেহেদী আরও জানান, ইতোপূর্বে তারা একাধিক সময় কক্সবাজার থেকে লবণসহ বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মাদকের চালান নিয়ে রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো বলে জানিয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।