বিকাশকর্মীকে ছুরিকাঘাত, সাত লাখ টাকা ছিনতাই

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রকাশ্য দিবালোকে মাহিন শাহ (৩৫) নামে এক বিকাশকর্মীকে ছুরিকাঘাত করে প্রায় সাত লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মলাইফকির বাজার ও পিটুয়া বাজারের মাঝামাঝি নির্জন স্থানে এই ঘটনা ঘটে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ছিনতাইকারীদের আঘাতে মাহিন আহত হলেও তার অবস্থা তেমন গুরুতর নয়। তিনি করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। মাহিন করিমগঞ্জ উপজেলা সদরের সিদলপাড়া গ্রামের নজরুল শাহ এর ছেলে। তিনি বিকাশের মার্কেটিং সহকারী পদে রয়েছেন। কাদিরজঙ্গল ইউনিয়নের  দেওয়ানগঞ্জ, পিটুয়া, মলাইফকির বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ছিল তার কর্ম এলাকা।

করিমগঞ্জ, তাড়াইল, ইটনা ও মিঠামইনের বিকাশের ডিস্ট্রিবিউটর মো. আমির হামজা জানান, তাদের মার্কেটিং সহকারী  মাহিন মোটরসাইকেল পোগে মালাইফকির বাজার থেকে পিটুয়া বাজার যাচ্ছিলেন। দুই বাজারের মাঝামাঝি জায়গায় যাওয়ার পর তিনটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা পেছন থেকে মাহিমকে ছুরিকাঘাত করে। এসময় তিনি রাস্তায় পড়ে যান। তখন তার ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ব্যাগে ছয় লাখ ৬৪ হাজার টাকা ছিল। স্থানীয় লোকজন বিকাশকর্মী মাহিমকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

তিনি আরও বলেন, ‘ছুরিকাঘাতেতার পিঠ কেটে গেলেও আঘাতটি গুরুতর নয়। ভাগ্যক্রমে বেঁচে গেছেন মাহিম।’

জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই সঙ্গে ছিনতাইকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলছে। একই সঙ্গে দুর্বৃত্তদের ধরতে ও টাকা উদ্ধারে অভিযান চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।