সচেতনতা বাড়াতে কোটালীপাড়ায় শিশু মেলা

২২

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে এই মেলার উদ্বোধন করা হয়।

জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।

১১১

জেলা তথ্য অফিসার ইব্রাহিম-আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পাণ্ডে, সাংবাদিক মিজানুর রহমান বুলু, মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন জাহান মুন্নি, শিক্ষক ফেরদৌসী বেগম, সহকারী জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন প্রমুখ।

এর আগে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন ও মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।