পায়ুপথে বাতাস ঢুকিয়ে কারখানা শ্রমিককে হত্যাচেষ্টার অভিযোগ

হাসপাতালে গুরুতর আহত মো. মামুনফেনীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে মো. মামুন (২০) নামে এক কারখানা শ্রমিককে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকালে দক্ষিণ ফেনী সদরের কাশিমপুর একটি ফুড কারখানায় এই ঘটনা ঘটে। ফেনী জেনারেল হাসপাতালের প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় মামুনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই কারখানায় অভিযুক্ত কর্মচারী দেলোয়ার হোসেনকে আটক করেছে।

ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্টার লাইন ফুড প্রোডাক্টস লি. নামে ওই কারখানার কর্মচারী দেলোয়ার আরেক কর্মচারী মামুনকে মেশিন দিয়ে পায়ুপথে বাতাস দেয়। এতে মামুনের গুরুতর অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত দেলোয়ার নিজেই ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।’

ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন,  ‘পায়ুপথে পেশারে বাতাস দেওয়ার কারণে মামুনের পেটের ভেতরের রেকটম ছিঁড়ে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’