খাগড়াছড়িতে ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন

যাবজ্জীবনখাগড়াছড়িতে ধর্ষণ মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল। বুধবার (২৯ জানয়ারি) বিকাল ৩টায় খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম বেলাল হোসেন। সে জেলার মাটিরাঙা উপজেলার মাতব্বর পাড়া এলাকার আবদুল আক্কাসের ছেলে।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, এক নারী বাদী হয়ে বেলাল হোসেনকে আসামি করে ২০১৪ সালের ২৬ জুন মাটিরাঙা থানায় মামলা করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, আসামি বেলাল বিয়ের আশ্বাস দিয়ে ২০১৩ সালের ২৪ ডিসেম্বর খাগড়াছড়ির একটি আবাসিক হোটেলে একই উপজেলার বাসিন্দা ওই নারীকে ধর্ষণ করে।  বিষয়টি সমাধানের জন্য স্থানীয়ভাবে উদ্যোগ নিলে বেলাল সালিশ থেকে পালিয়ে যায়। পরে ভিকটিম মামলা করেন।

বাদী আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন,  ‘ন্যায়বিচার পেয়েছেন। বাংলাদেশে ধর্ষকদের উপযুক্ত সাজা হওয়া উচিত।’