চট্টগ্রামে পৌঁছালো ৪ হাজার ইভিএম

চট্টগ্রামে পৌঁছালো ৪ হাজার ইভিএমসিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে আসতে শুরু করেছে নির্বাচনি সরঞ্জাম। সোমবার (৯ মার্চ) সকালে প্রথম দফায় চার হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এসেছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।

এবার সিটি করপোরেশন নির্বাচনে ভোটার সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৫২জন। এর মধ্যে ৯ লাখ ৫২ হাজার ৩২৯ জন নারী ভোটার। বাকি ৯ লাখ ৯৮ হাজার ৭২৩ জন পুরুষ। এই ১৯ লাখ ৫২ হাজার ভোটার সাড়ে ১১ হাজার ইভিএমে ভোট দেবেন।

মুনীর হোসাইন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার সকালে ঢাকা থেকে চার হাজার ইভিএম চট্টগ্রাম এসেছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মোট সাড়ে ১১ হাজার ইভিএমে ভোট নেওয়া হবে। বাকি ইভিএমগুলো ধাপে ধাপে আসবে।’

তিনি আরও বলেন, ‘ইভিএমগুলো নগরীর এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম হলে রাখা হয়েছে। নির্বাচনের সব সরঞ্জাম সেখানে রাখা হবে। নির্বাচনের আগের দিন সেখান থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে।’

প্রসঙ্গত, আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল ২৭ ফেব্রুয়ারি, ১ মার্চ মনোনয়নপত্র যাছাই-বাছাই, ২ থেকে ৪ মার্চ আপিলের সময় ছিল, ৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর আজ ৯ মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। আজ থেকেই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। 

আরও পড়ুন- মাজার জিয়ারত করে দুই মেয়র প্রার্থীর প্রচারণা শুরু