X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মাজার জিয়ারত করে দুই মেয়র প্রার্থীর প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ মার্চ ২০২০, ১৮:২৯আপডেট : ০৯ মার্চ ২০২০, ১৮:৪৩

মাজার জিয়ারত করে দুই মেয়র প্রার্থীর প্রচারণা শুরু আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রধান দুই রাজনৈতিক দলের মেয়র প্রার্থী প্রচারণা শুরু করেছেন। সোমবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে শাহ আমানত (র.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী প্রচারণা শুরু করেন। এরপর কিছুক্ষণ পর দুপুর পৌনে ২টার দিকে একই মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমি নির্বাচিত হলে চট্টগ্রামকে পরিবেশবান্ধব, সুন্দর, নান্দনিক নগর হিসেবে গড়ে তুলবো। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে চট্টগ্রাম নগরবাসীর পক্ষে আমি অনেক আন্দোলন সংগ্রাম করেছি। তাই আমি প্রত্যাশা করছি তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রচারণায় কোনও বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা আমি দেখছি না। প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি সবাইকে সমান গুরুত্ব দিচ্ছি। প্রতিপক্ষের সঙ্গে শতভাগ সোহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে।’

অন্যদিকে মাজার জিয়ারতের পর বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে উঠে চট্টগ্রামকে একটি আধুনিক স্মার্ট সিটি গড়া প্রত্যয় নিয়ে নির্বাচন করছি। আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য মাঠে নেমেছি। সাধারণ ভোটার যারা আছেন, আমরা আশা করছি তারা তাদের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।’

তিনি আরও বলেন, ‘এখন আমাদের কাছে সবচেয়ে বেশি যে চ্যালেঞ্জ, সেটি হলো করোনা ভাইরাস। ইতোমধ্যে দেশে তিন জন করোনা ভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। আমরা রাজনীতিবিদ হিসেবে বলতে চাই, এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। ডাক্তাররা করোনা নিয়ে কাজ করছেন। আমরা করোনার বিষয়টি মাথায় রেখে প্রচার প্রচারণার ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করবো।’

আগামী ২৯ মার্চ চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা রয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ