কোয়ারেন্টিনে না থাকলে পাসপোর্ট বাতিল

মানিকগঞ্জ

বিদেশ ফেরত কোনও ব্যক্তি হোম কোয়ারেন্টিনের না থেকে বাইরে বের হলে বা কোয়ারেন্টিনে থাকার কোনও শর্ত ভঙ্গ করলে তার পাসপোর্ট বাতিলের ঘোষণা দিয়েছে মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস। তিনি এই সংক্রান্তে একটি গণবিজ্ঞপ্তিও জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদেশ থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনের শর্ত মানতে হবে এবং নিজে থেকে পাশের স্বাস্থ্য কমপ্লেক্স, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নিকট নিজ অবস্থানের তথ্য জানাতে হবে। পাসপোর্টসহ নিজে উপস্থিত হয়ে বা মোবাইল ফোনের মাধ্যমে এসব স্থানে নিজের অবস্থানের তথ্য জানাতে হবে। এই আদেশ অমান্যকারীর পাসপোর্ট, বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৪ মোতাবেক বাতিল করা হবে।

বুধবার (২৫ মার্চ) দুপুর ১২টা থেকে এই আদেশ কার্যকর হবে বলেও জানানো হয়েছে। তবে আজ দিনের যেকোনও সময়ে বিদেশ ফেরত ব্যক্তিরা তথ্য দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।