সামাজিক দূরত্বের নিয়ম ভঙ্গ, বেনাপোলে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের দেওয়া বিধি-নিষেধ ভঙ্গের অভিযোগে বেনাপোল বাজারের ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টার সময় এই অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী ম্যাজিস্ট্রেট (ভূমি) খোরশেদ আলম।

উপজেলা সহকারী ম্যাজিস্ট্রেট (ভূমি) খোরশেদ আলম বলেন, 'সরকারি বিধি-নিষেধ অমান্য করে দূরত্ব বজায় না রেখে তারা কেনাবেচা করছিলেন। ব্যবসায়ীদের দোকানের সামনে তিন ফুট করে গোলাকার চিহ্ন রাখার কথা। সেখানে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় করার কথা। এসব শৃঙ্খলা বজায় না রেখে একই জায়গায় অধিক লোকের সমাগম করায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এসময় খোরশেদ আলম ও সেনাবাহিনীর সদস্যরা রাস্তার অসহায় ও ভবঘুরে মানুষদের মধ্যে শুকনো খাবার ও মাস্ক বিতরণ করেন।